নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি কেরালার ক্যাথলিক বিশপস’ কাউন্সিল (KCBC), কেরালার সমস্ত সাংসদদের ওয়াকফ সংশোধনী বিলকে সমর্থন করার অনুরোধ জানিয়েছে। আর এবার এই প্রসঙ্গে বিজেপি নেতা শেহজাদ পুনাওয়ালা নিজের প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, "ওয়াকফকে দেওয়া অসীম ক্ষমতার ফলে শুধুমাত্র হিন্দু নয়, বরং খ্রিস্টান সম্প্রদায়ের অনেক জমিও দখল করা হয়েছে। এটি ভূমি দখলকারী সংস্থা ও দরিদ্র মুসলমানদের মধ্যেকার লড়াই, কিন্তু কেউ কেউ এটিকে হিন্দু-মুসলমান বা সংখ্যাগরিষ্ঠ-সংখ্যালঘুর ইস্যু বানানোর চেষ্টা করছে।''
/anm-bengali/media/media_files/iG6Bw1bcgn6jGjUYn9FB.jpg)
কেরালার ক্যাথলিক বিশপস’ কাউন্সিল (KCBC)-এর সমর্থন প্রসঙ্গে তিনি বলেন, ''কেরালার ক্যাথলিক বিশপস’ কাউন্সিল (KCBC)-এর সমর্থন তাদের বিরুদ্ধে একটা স্পষ্ট বার্তা দিচ্ছে, যারা ওয়াকফকে ব্যবহার করে বিভাজন ও বিভ্রান্তি সৃষ্টি করতে চাইছে।''