নিজস্ব সংবাদদাতা: খানিকটা চাতক পাখির মতোই এখন আকাশের দিকে তাকিয়ে থাকছে মানুষ। কখন নামবে বৃষ্টি, আর কখন কমবে এই গরমের দাপট। এই প্রশ্নই এখন ঘুরে ফিরে আসছে। তবে এবার এলো স্বস্তির বার্তা।
থানে, রায়গড়, পালঘর, রত্নাগিরি, সিন্ধুদুর্গ, সাংলি, বিড, জালনা, নাসিক, পুনে, সাতারা জেলাগুলির বিচ্ছিন্ন জায়গায় আগামী ৩-৪ ঘন্টার মধ্যে ৪০-৫০ কিমি গতি বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মুম্বাই আইএমডি-র তরফে এমনই পূর্বাভাস জারি করা হয়েছে। কার্যত একে প্রাক বর্ষার বৃষ্টি বলেই মনে করছে মৌসম ভবন।
/anm-bengali/media/media_files/yHbR6HeFCoC8bZ90u9ZL.jpg)
/anm-bengali/media/media_files/ZvyNPZnfAPtV28duIIZP.webp)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)