অযোধ্যায় তিলকোৎসবের প্রস্তুতি : শ্রী রাম ও মা সীতার বিবাহ উৎসব

জনকপুরে শ্রী রাম ও মা সীতার বিবাহ সমারোহের প্রস্তুতি চলছে। ১৬ নভেম্বর তিলক-হরস যাত্রা শুরু হয়ে ১৭ নভেম্বর অযোধ্যায় পৌঁছাবে

author-image
Debapriya Sarkar
New Update
অযোধ্যা

নিজস্ব সংবাদদাতা : নেপালের জনকপুর ধামে শ্রী রাম ও মা সীতার বিবাহ সমারোহের প্রস্তুতি এখন তুঙ্গে। এই ঐতিহ্যবাহী অনুষ্ঠানটি প্রতি বছর অত্যন্ত আড়ম্বরপূর্ণভাবে উদযাপিত হয়। এবছর ১৬ নভেম্বর তিলক-হরস যাত্রা শুরু হবে এবং ১৭ নভেম্বর এটি অযোধ্যায় পৌঁছাবে। অযোধ্যায় পৌঁছানোর পর ১৮ নভেম্বর সেখানে অনুষ্ঠিত হবে তিলকোৎসব, যা শ্রী রাম ও মা সীতার বিবাহের প্রাক্‌ অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ।

এই বিবাহ সমারোহ শুধু ধর্মীয় গুরুত্বের জন্য নয়, বরং এটি দুই দেশের জনগণের মধ্যে ঐক্য ও সম্প্রীতির প্রতীক হিসেবেও পরিচিত। জনকপুর ও অযোধ্যা, দুই শহরই এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ধর্মীয় ও সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে বিশেষভাবে আলোকিত থাকে। শ্রী রাম ও মা সীতার বিবাহের এই সমারোহে দেশ-বিদেশ থেকে প্রচুর পর্যটক ও ভক্তরা অংশগ্রহণ করে থাকেন।