নিজস্ব সংবাদদাতা : আগামীকাল উত্তরাখণ্ড সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি তুষারধস আক্রান্ত এলাকাগুলি পরিদর্শন করতে পারেন বলে, সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে।
/anm-bengali/media/media_files/YLOJpXqtVpgu7dozhW2P.png)
এছাড়াও এখানে তিনি মুখোয়া গ্রামে মা গঙ্গার পূজা করবেন। মুখোয়া হল গঙ্গোত্রী ধামের শীতকালীন বাসস্থান, যেখানে মা গঙ্গার মূর্তি শীতকালে রাখা হয়।