মমতা বন্দ্যোপাধ্যায় কেবল এই বিক্ষোভগুলিকেই অনুমোদন দিচ্ছেন না - তিনি সক্রিয়ভাবে তাদের উৎসাহিত করছেন- বিরাট অভিযোগ মমতার দিকে
তাহাব্বুর রানার ভারতে প্রত্যর্পণ প্রসঙ্গে প্রাক্তন অর্থমন্ত্রী এবং কংগ্রেস নেতা পি চিদাম্বরম এবার কি বললেন?
বিজেপির রাজ্যে আসার কোনও সম্ভাবনা নেই, সোজা জানিয়ে দেওয়া হল
হনুমান জয়ন্তীতে বিশেষ সাজে মহাকাল- পুণ্যার্থীদের জন্য বিশেষ আরতি, মহাকালের আশীর্বাদ পেতে দেখুন এই আরতি
এই তিন রাশির জীবনে আসতে চলেছে বিপুল টাকা ! দেখে নিন আজকের রাশিফল
স্বাস্থ্যের প্রতি নজর দিন এই তিন রাশির জাতকরা ! দেখে নিন আজকের রাশিফল
জোর বিবাদে জড়িয়ে পড়তে পারেন এই তিন রাশির জাতকরা ! দেখে নিন আজকের রাশিফল
কেমন কাটবে আজকের দিনটি মকর, কুম্ভ, আর মীন রাশির জাতকদের ? দেখে নিন আজকের রাশিফল
পুরীতে শাহী যাত্রায় অংশগ্রহণ করলেন ধর্মেন্দ্র প্রধান ! কি বললেন তিনি ?

১২ বিধায়ক বরখাস্ত- রাস্তায় শুয়ে প্রতিবাদ, রাজনৈতিক চরম অঙ্গনে উত্তেজনা!

ওড়িশা বিধানসভায় কংগ্রেসের ১২ জন বিধায়ক বিক্ষোভের কারণে সংসদ থেকে সাত দিনের জন্য বরখাস্ত। প্রতিবাদ অব্যাহত, উত্তেজনা বৃদ্ধি।

author-image
Debapriya Sarkar
New Update
breakinganm12

নিজস্ব সংবাদদাতা : গত রাতে ওড়িশা বিধানসভায় বড় ধরনের ঘটনা ঘটেছে। কংগ্রেসের ১২ জন বিধায়ক সংসদের মধ্যে বিক্ষোভ শুরু করলে স্পিকার সুরমা পাধি তাদের সংসদ থেকে সাত দিনের জন্য বরখাস্ত করে দেন।

Congress
Congress

সূত্রের খবর,বিধায়করা যখন সংসদের ওয়েলে বিভিন্ন বিষয় নিয়ে বিক্ষোভ করছিলেন, তখন সেগুলোকে অবমাননাকর এবং বিধানসভার নিয়ম বিরোধী বলে উল্লেখ করেন স্পিকার। তার পরপরই, কংগ্রেসের ওই ১২ জন বিধায়ককে সংসদ থেকে সাত দিনের জন্য বহিষ্কার করা হয়। এরপরই কংগ্রেসের নেতাকর্মীরা সংসদ ভবনের বাইরে এবং বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু করেন। তারা "কংগ্রেসের প্রতি অবিচার হয়েছে" বলে প্রতিবাদ করছেন। রাত পেরিয়ে ভোরেও তাদের সংসদের বাইরে একইভাবে বিক্ষোভ করতে দেখা যায়। এই ঘটনাটি ওড়িশা রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে, যেখানে কংগ্রেস এবং শাসক দল দুটির মধ্যে রাজনৈতিক চাপের সৃষ্টি হয়েছে।