কে হবেন বিহারের মুখ্যমন্ত্রী ? হয়ে গেল ঘোষণা ! দেখে নিন বড় খবর

ইনিই হবেন বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী ? হয়ে গেল বড় ঘোষণা।

author-image
Debjit Biswas
New Update
1010793-nitish-kumar-tejashwi-yadav

নিজস্ব সংবাদদাতা : আজ বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সাম্প্রতিক কিছু মন্তব্যের পর, জনতা দল ইউনাইটেড (জেডিইউ)-এর বর্ষীয়ান নেতা কেসি ত্যাগী স্পষ্ট করে দিলেন যে, তাদের দল এনডিএ জোটেই থাকবে এবং নীতিশ কুমারের নেতৃত্বেই রাজ্যে নির্বাচন হবে।

nitish kumarq1.jpg

তিনি বলেন, "অমিত শাহের বিহার সফর ও নীতিশ কুমারের আজকের বক্তব্যের পর, বিহারের সমস্ত রাজনৈতিক পরিস্থিতি একেবারেই পরিষ্কার হয়ে গেছে। জেডিইউ ভবিষ্যতেও এনডিএ-র অংশ থাকবে। আর এই নির্বাচনে নীতিশ কুমারের নেতৃত্বেই লড়াই হবে এবং তিনিই ফের বিহারের মুখ্যমন্ত্রী হবেন।"