নিজস্ব সংবাদদাতা: ঘটনার ১০ দিন পাড়! এখনও খোঁজ মেলেনি এসএলবিসি সুড়ঙ্গে আটকে পড়া আট শ্রমিকের। রবিবার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি ঘটনাস্থল পরিদর্শন করেন ৷ উদ্ধার অভিযান নিয়ে পর্যালোচনাও করেন।
ফাইল চিত্র
গত ২২ ফেব্রুয়ারি কেরলে টানেলের ছাদ ধসে পড়ার পর টানেলের ভেতরে আটকে পড়া আট শ্রমিককে উদ্ধারে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সেনাবাহিনীর মেডিকেল টিম। দেখুন ভিডিও।
#WATCH | Telangana SLBC tunnel collapse incident | Nagarkurnool: Army medical teams are providing treatment to the rescue teams, who are working continuously to rescue the eight workers who are trapped inside the tunnel after the tunnel roof collapsed on February 22. (04.03) pic.twitter.com/kEJnFo9dmh