নিজস্ব সংবাদদাতাঃ উত্তর ভারতে ক্রমশ বাড়ছে বৃষ্টির পরিমাণ। আবহাওয়াবিদরা জানিয়েছেন যে, ভারতের একাধিক জায়গায় ১০৬% বৃষ্টি বেশি হবে।
/anm-bengali/media/post_attachments/a3951ab9c17731e105f9cecc28da9a44acdd868d6a4add5b99e5aa80a2b33296.jpg?im=FeatureCrop,size=(826,465))
আবহাওয়া দফতরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জুলাই মাসে যে পরিমণ বৃষ্টি হওয়ার কথায়, তার চেয়ে কম হয়েছে পাঞ্জাব, হরিয়ানা, জম্মু কাশ্মীরে।
/anm-bengali/media/post_attachments/09df2c83f68e82f5c8797a7ce5576908e393f0bc5465927e3ac8e94b3ca47661.jpeg)
এ ক্ষেত্রে উল্লেখ্য যে, চলতি বছরে সবচেয়ে কম বৃষ্টি হয়েছে বিহার, ঝাড়খণ্ড, পূর্ব উত্তরপ্রদেশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশাতে।
/anm-bengali/media/post_attachments/927ddc0c9313bd82c45ef0934135e2f8e45cc9a97a9620abf8c46ba5619431ce.png?impolicy=website&width=640&height=480)
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)