"কংগ্রেস সরকার কি কৃষকদের এমএসপি দিচ্ছে?"-শিবরাজ সিং চৌহান

মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে কৃষক বিদ্রোহ। সেই সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

author-image
Shroddha Bhattacharyya
New Update
xsrtyujk

নিজস্ব সংবাদদাতা: পুনরায় আজ সকাল ১১টা থেকে শুরু হয়েছে কৃষক বিদ্রোহ (Delhi Chalo)। সেই সম্পর্কে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান (Shivraj Singh Chouhan) বলেছেন, “কংগ্রেস সরকার কি কৃষকদের এমএসপি (MSP) এবং বোনাস দিয়েছে? ভারত সরকার যদি কোনওরকম সমস্যার সম্মুখীন হয় তখন কংগ্রেস খুশি হয়। তারা দেশ নিয়ে চিন্তিত নয় তারা শুধু বিজেপির কথা ভাবে। রাহুল গান্ধী (Rahul Gandhi) তাঁর ন্যায় যাত্রা-তে (Bharat Jodo Nyay Yatra) উত্তরপ্রদেশের যুবকদের অপমান করেছেন। রাহুল গান্ধী রাম মন্দির, ৩৭০ ধারা বাতিল এবং তিন তালাক বাতিলের বিরোধিতা করেছেন।"

 

add 4.jpeg

cityaddnew

স

স