নিজস্ব সংবাদদাতাঃ পাঁচ রাজ্যের ভোট (Assembly Elections 2023) নিয়ে অবশেষে বড় মন্তব্য করলেন জাতীয় নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার। ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে পাঁচটি রাজ্যে ৬৭৯টি বিধানসভা কেন্দ্রে ১.৭৭ লক্ষ ভোটকেন্দ্র স্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার। শুধু তাই নয়, ১৭,৭৩৪ টি মডেল ভোটকেন্দ্র থাকবে, ৬২১ টি ভোটকেন্দ্র পিডব্লিউডি কর্মীদের দ্বারা পরিচালিত হবে এবং ৮,১৯২ টি পিএস মহিলা কমান্ডে থাকবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার।