নিজস্ব সংবাদদাতা:মন্ত্রিসভার নিয়োগ কমিটির অনুমোদনের পর অর্থ সচিব তুহিন কান্ত পান্ডেকে তিন বছরের মেয়াদের জন্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI)-এর নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে।
"মন্ত্রিপরিষদের নিয়োগ কমিটি শ্রী তুহিন কান্ত পান্ডে, IAS (OR:1987), অর্থসচিব এবং সচিব, রাজস্ব বিভাগের চেয়ারম্যান, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI) পদে নিয়োগের অনুমোদন দিয়েছে, প্রাথমিকভাবে এই পদের দায়িত্ব গ্রহণের তারিখ থেকে তিন বছরের জন্য বা পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত", এমনটাই সরকার বলেছে।