নিজস্ব সংবাদদাতা : কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে কৃষক নেতাদের বৈঠকের পর পাঞ্জাব কিষাণ মজদুর সংগ্রাম কমিটির নেতা সর্বান সিং পান্ধের সাংবাদিক সম্মেলন করেন। সেখানে তিনি বলেন, “ এমএসপি এবং ঋণের সুদ ছাড় দেওয়ার বিষয়ে দৃঢ় সিদ্ধান্ত নেওয়ার জন্য সমগ্র দেশ প্রধানমন্ত্রী মোদীর দিকে তাকিয়ে আছে। আগামীকালের বৈঠক থেকে আমরা ভালো খবর পাব বলে আশা করছি। আমরা এখনও দিল্লি যাওয়ার সিদ্ধান্ত ফিরিয়ে নিইনি। তবে কেন্দ্রীয় সরকার যদি আমাদের দাবি মেনে নেয় তবে বিষয়টি এখানেই সমাধান হয়ে যাবে। ”
/anm-bengali/media/media_files/agbpsHjkczXAnwsxvKtb.jpeg)
/anm-bengali/media/media_files/OMe5KC4gRIGg7GRfBp5U.jpeg)
/anm-bengali/media/media_files/ZBgBQaC3IdHyZJChroMF.jpg)
/anm-bengali/media/media_files/YfzDzo9pe6SqSUn8ShrB.jpeg)