নিজস্ব সংবাদদাতা: মহাশিবরাত্রির পুণ্য লগ্নে শেষ হল মহাকুম্ভ মেলা। ৪৫ দিন ধরে চলা আধ্যাত্মিক এই অনুষ্ঠান আজ অমৃত স্নানের মাধ্যমে শেষ হয়ে গেল। গত ৪৫ দিন ধরে কোটি কোটি ভক্ত এই প্রয়াগরাজে ভিড় করেছিলেন মোক্ষ লাভের আশায়, জীবনের যাবতীয় পাপ থেকে মুক্তি লাভের আশায়। প্রাথমিক হিসাব বলছে প্রায় ৬৫ কোটির বেশি ভক্ত পবিত্র স্নান সেরেছেন প্রয়াগরাজে এসে। আর এবার মহাকুম্ভ শেষে প্রধানমন্ত্রী সহ সকল সাধুসন্তদের, ভক্তদের এবং সাধারণ মানুষদের ধন্যবাদ জ্ঞাপন করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
এদিন নিজের এক্স হ্যান্ডেলে যোগী আদিত্যনাথ লেখেন, “শ্রী রামজির নির্দেশনায় আয়োজিত মানবতার 'মহান উৎসব', বিশ্বাস, ঐক্য এবং সাম্যের এক মেলবন্ধন। মহাকুম্ভ-২০২৫ আজ মহাশিবরাত্রির পবিত্র স্নানের মাধ্যমে তার সমাপ্তির দিকে এগিয়ে গেল।
১৩ জানুয়ারি, পৌষ পূর্ণিমা থেকে শুরু হওয়া মহাকুম্ভ-২০২৫-এ, আজ ২৬ ফেব্রুয়ারি, মহাশিবরাত্রি পর্যন্ত, প্রয়াগরাজে, মোট ৪৫ দিনে, ৬৬ কোটি ২১ লক্ষেরও বেশি ভক্ত পবিত্র ত্রিবেণীতে স্নানের পবিত্র সুবিধা লাভ করেছেন। বিশ্ব ইতিহাসে এটি নজিরবিহীন – অবিস্মরণীয় এক ইতিহাস।
/anm-bengali/media/media_files/2025/01/28/lkMxpqOrf5pRbVjTqvcb.jpg)
শ্রদ্ধেয় আখড়া, সাধু, মহামণ্ডলেশ্বর এবং ধর্মীয় গুরুদের পবিত্র আশীর্বাদের ফলস্বরূপ, সম্প্রীতির এই মহান সমাবেশ ঐশ্বরিক এবং মহৎ হয়ে উঠছে এবং সমগ্র বিশ্বকে ঐক্যের বার্তা দিচ্ছে।
এই কৃতিত্বের স্থপতি সকল বিশিষ্ট ব্যক্তিবর্গ, দেশ-বিদেশের সকল ভক্ত এবং কল্পবাসীদের আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন।
মহাকুম্ভমেলা প্রশাসন, স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, পরিচ্ছন্নতা কর্মী, গঙ্গা দূত, স্বেচ্ছাসেবী সংগঠন, ধর্মীয় সংগঠন, নৌকাচালক এবং মহাকুম্ভের সাথে যুক্ত কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সমস্ত বিভাগ, যারা মহাকুম্ভের সুশৃঙ্খল আয়োজনের মূল পরিকল্পনাকারী ছিলেন, এবং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থনকারী সকল মহৎ ব্যক্তি ও সংগঠনকে এই বিশাল কর্মকাণ্ডের জন্যে অভিনন্দন। প্রয়াগরাজের জনগণকে বিশেষ ধন্যবাদ, যাদের ধৈর্য এবং আতিথেয়তা সবাইকে মুগ্ধ করেছিল।
/anm-bengali/media/media_files/2025/01/23/bPzIsklpSzPnxvkhaujh.jpg)
মা গঙ্গা, ভগবান বেণী মাধব তোমাদের সকলের মঙ্গল করুন”।