ভোট গণনা শুরুর সঙ্গে সঙ্গে পুজোয় বসলেন প্রার্থী! দিল্লির বিধানসভা নির্বাচনে এগিয়ে কোন দল

ভোট গণনা শুরুর সঙ্গে সঙ্গে পুজোয় বসলেন বিজেপি প্রার্থী রমেশ বিধুরি।

author-image
Tamalika Chakraborty
New Update
ramesh bidhurii


নিজস্ব সংবাদদাতা: দিল্লির বিধানসভা নির্বাচনের ভো গণনা শুরু হয়ে গিয়েছে। ভোট গণনা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কালকাজি বিধানসভা কেন্দ্রের প্রার্থী রমেশ বিধুরি পুজো করা শুরু করেছেন। দিল্লির ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী - আতিশী এই আসন থেকে প্রতিনিধত্ব করেছেন। অন্যদিকে, কংগ্রেস প্রার্থী অলকা লাম্বা  এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।