নিজস্ব সংবাদদাতাঃ আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, "মণিশঙ্কর আইয়ার বলেছেন, পাকিস্তানের কাছে পরমাণু বোমা আছে, কিন্তু আপনি কীভাবে তা বিশ্বাস করবেন? দেশের বেতন দেওয়ার, পেট্রোল কেনার, খাদ্যশস্য কেনার টাকা না থাকায় পাকিস্তানের কাছে হয়তো এক সময় পরমাণু বোমা ছিল, কিন্তু তা হয়তো রক্ষণাবেক্ষণ করা হয়নি, তাহলে এখন বোমাটি কাজ করবে কি না কে জানে?"
/anm-bengali/media/media_files/cUX0zzduv02G9tnGEL6c.jpg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)