উর্দু মুসলিমদের ভাষা নয় ! হঠাৎ কেন এমন কথা বললেন আসাদউদ্দিন ওয়াইসি

কেন একথা বললেন আসাদউদ্দিন ওয়াইসি ?

author-image
Debjit Biswas
New Update
asaduddin owaisi1.jpg

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি উর্দু ভাষাকে নিয়ে, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের করা একটি মন্তব্যের উত্তর দিতে গিয়ে, বড় দাবি করে বসলেন আসাদউদ্দিন ওয়াইসি। তিনি বলেন, ''প্রত্যেক মুসলিম উর্দু ভাষায় কথা বলেন না, এটি মুসলিমদের ভাষা নয়। উর্দু ভারতের স্বাধীনতা সংগ্রামের ভাষা। এটি এই দেশেরই ভাষা।'' এরপর বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, ''উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী এটা জানেন না যে উর্দু ওই রাজ্যের সংস্কৃতিরই একটি অংশ। আরএসএস ও বিজেপির নেতারা এটা বোঝেন না যে, সংবিধান অনুযায়ী উর্দু অন্যান্য ভাষার মতোই সংবিধান দ্বারা সুরক্ষিত একটি ভাষা।''