‘আর্টিকেল ৩৭০ বলবৎ করা হবে না, বিজেপি রুখে দাঁড়াবে’, দাবি বিজেপি নেতার

370 ধারা ফিরিয়ে আনার প্রস্তাবে কংগ্রেসের অবস্থান কী?

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
jk assembly 1

File Picture

নিজস্ব সংবাদদাতা: আজ তৃতীয় দিনের জন্য মুলতুবি হয়েছে জম্মু-কাশ্মীর বিধানসভার অধিবেশন। আজও অধিবেশন শুরু হতেই আর্টিকেল ৩৭০ নিয়ে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। পিডিপি, বিজেপি আর এই আইন বিরোধী দল গুলি বিক্ষোভ দেখান ওয়ালে নেমে। পরিস্থিতি এতোটাই বেগতিক হয়ে যায় যে, শেষ পর্যন্ত স্পিকারের নির্দেশে মার্শাল নেমে বিক্ষোভকারীদের কার্যত বলপূর্বক বিধানসভা থেকে বের করে দেয়।

demand

এদিন সেই প্রসঙ্গে বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক তরুণ চুগ বলেন, “জম্মু ও কাশ্মীর বিধানসভায় ন্যাশনাল কনফারেন্সের আনা প্রস্তাবটি বেআইনি, অসাংবিধানিক, সাংবিধানিক ও গণতান্ত্রিক ঐতিহ্যের পরিপন্থী। অনুচ্ছেদ 370 এবং 35A লোকসভা এবং রাজ্যসভা, বৃহত্তম পঞ্চায়েত দ্বারা বাতিল করা হয়েছিল। ৫ই আগস্ট ২০১৯ সালে দেশের সুপ্রিম কোর্ট তার উপর স্ট্যাম্প লাগিয়েছে। 370 ধারা ফিরিয়ে আনার প্রস্তাবে কংগ্রেসের অবস্থান কী? 35A নাকি তাদের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি জম্মু-কাশ্মীরে গণতন্ত্রকে হত্যা করতে দেবে না, তা হতে দেবে না জম্মু-কাশ্মীরের সব বিধায়ক দেশের যোদ্ধা হয়ে দেশবিরোধী শক্তির মোকাবিলা করছে। আমরা পিছিয়ে যাব না”।

Tarun