নিজস্ব সংবাদদাতাঃ আসাম যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি অঙ্কিতা দত্তের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে গুয়াহাটি হাইকোর্টে আগাম জামিনের আবেদন করলেন ভারতীয় যুব কংগ্রেসের (আইওয়াইসি) সভাপতি বিভি শ্রীনিবাস।
শ্রীনিবাস বিভি মঙ্গলবার (২ মে) গুয়াহাটি হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন। বুধবার (৩ মে) গুয়াহাটি হাইকোর্টে এই আবেদনের শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। অঙ্কিতা দত্তের হয়রানি ইস্যুতে দায়ের করা মামলা বাতিলের জন্য আইওয়াইসি প্রধানের আবেদনের শুনানি বৃহস্পতিবার (৪ মে) পুনরায় হবে।
উল্লেখ্য, আসাম যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি অঙ্কিতা দত্তের দায়ের করা এফআইআরের ভিত্তিতে আসাম পুলিশ আইওয়াইসি প্রধান শ্রীনিবাস বিভির বিরুদ্ধে মামলা দায়ের করেছে। গুয়াহাটির দিসপুর থানায় শ্রীনিবাস বিভির বিরুদ্ধে ছয় মাস ধরে হয়রানির অভিযোগ এনে এফআইআর দায়ের করার পর সম্প্রতি আসাম কংগ্রেস থেকে বহিষ্কার করা হয় অঙ্কিতা দত্তকে।