নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে দোষী সাব্যস্ত রাজনীতিবিদদের আজীবন নিষিদ্ধ করার আবেদনের বিরোধিতা করেছে। এপ্রসঙ্গে কেন্দ্র জানিয়েছে যে এ ধরনের সিদ্ধান্ত শুধুমাত্র সংসদের এখতিয়ারভুক্ত।
সুপ্রিম কোর্টে জমা দেওয়া একটি হলফনামায়, কেন্দ্র বলেছে, আজীবন নিষেধাজ্ঞা জারি করা হবে কি না, তা নির্ধারণ করার অধিকার কেবলমাত্র সংসদের রয়েছে। এ বিষয়ে আইন প্রণয়ন বা সংশোধনের নির্দেশ দেওয়া বিচারকের আওতার বাইরে বলেই জানিয়েছে কেন্দ্র।
কেন্দ্র তার হলফনামায় বলেছে, ১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ৮(১) ধারার অধীনে বর্তমানে দোষী সাব্যস্ত রাজনীতিবিদদের ছয় বছরের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে অযোগ্য ঘোষণা করা হয়। কারাদণ্ডের ক্ষেত্রে, এই সময়সীমা মুক্তির তারিখ থেকে ছয় বছর পর্যন্ত প্রযোজ্য থাকে।
/anm-bengali/media/media_files/2025/02/13/OlLSUaPX6qFIko5zWLPs.jpg)
এই প্রসঙ্গে আবেদনকারীর দাবি অনুযায়ী, যদি ছয় বছরের জায়গায় আজীবন নিষেধাজ্ঞা আরোপ করা হয়, তবে সেটি কার্যত আইন পরিবর্তন করার শামিল হবে, যা বিচার বিভাগের এখতিয়ারের বাইরে।
সুপ্রিম কোর্ট ১০ ফেব্রুয়ারি এই বিষয়ে কেন্দ্র ও নির্বাচন কমিশনের মতামত চেয়েছে। তাঁদের মতামত শোনার পরই বোঝা যাবে আদালত এই সংবেদনশীল বিষয়ে ঠিক কী সিদ্ধান্ত নেয়।