বদলে গেল রাখী বন্ধনের মাস, কবে জানুন

প্রতি বছরই শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় ‘রাখী বন্ধন’ উৎসব। তবে এবার তা হচ্ছে না। এবার বদলেছে সূচী। কবে হচ্ছে রাখী পূর্ণিমা জানেন?

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Raksha-Bandhan.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: হিন্দু ক্যালেন্ডার অনুসারে, প্রতি বছরই শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় ‘রক্ষা বন্ধন’ বা ‘রাখী বন্ধন’ উৎসব। তবে এবার বদলে গেল সেই সূচী। এবছর কবে রাখী পূর্ণিমা পড়ছে জেনে নিন।

এবছর শ্রাবণ মাস আসলে মলমাস। তাই বাংলা ক্যালেন্ডারের পঞ্চম মাস তথা ভাদ্র মাসে পালিত হবে রাখী পূর্ণিমা। ১২ ও ১৩ ভাদ্র এই দু’দিন ধরে পালিত হবে রাখী বন্ধন। কেননা এবার এই দু’দিন ধরেই থাকছে পূর্ণিমা।

ইংরেজি ক্যালেন্ডার অনুসারে, আগামী ৩০ ও ৩১ অগাস্ট পড়ছে রাখী পূর্ণিমা। এবার দেখে নিন রাখী বাঁধার সময়ক্ষণ –

৩০ অগাস্ট – সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত

৩১ অগাস্ট – সূর্যোদয় থেকে সকাল ৭.৫৯ পর্যন্ত