নিজস্ব সংবাদদাতাঃ বিষম জলের কষ্টে ভুগছে গোটা দিল্লি শহর। প্রতিদিন শহরের কোনও না কোনও এলাকায় সরকারি জলের ট্যাঙ্কারের সামনে দেখা যাচ্ছে অগণিত মানুষের ভিড়। তাদেরই মধ্যে একজন হলেন রমেশ। তিনি জানিয়েছেন, '' আমি প্রতিদিন এখানে একটি জলের বোতল সংগ্রহ করতে আসি। বর্তমানে জলের দুটি ট্যাঙ্কার আসছে, তাই সবাই জল পাচ্ছে। কিন্তু এই জল শেষ হয়ে গেলে আমাকে ফের জল কিনতে হবে। "
/anm-bengali/media/post_attachments/e227fb7a-6c7.png)
/anm-bengali/media/post_attachments/b52522fe-cc7.png)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)