নিজস্ব সংবাদদাতা: গতকাল থেকেই শুরু হয়েছিল অশান্তি। আর তখনই আশঙ্কা করা হয়েছিল সপ্তম দফাতেও সারাদিন খবরের শিরোনামে থাকবে ভাঙড়। আর বাস্তব ছবিটাও তাই। ভোট শুরু হতেই অশান্তিও শুরু হয়ে গেল ভাঙড়ে। উদ্ধার হল বোমা, চললো গুলি। যেন ভাঙড় ভোটের চেনা ছবি!
শনিবার ভোট শুরুর আগের থেকেই অশান্তি শুরু হয়েছে সেখানে। কার্যত আইএসএফ তৃণমূলের খণ্ডযুদ্ধ। বুথ এজেন্ট বসাতে গেলে আইএসএফের ওপর হামলার অভিযোগ ওঠে। দু’পক্ষের হাতাহাতিতে আহত বেশ কয়েকজন। শুধু তাই নয়, ভাঙড়ের সাতুলিয়ায় চললো গুলি। বুথের পাশেই পড়ে রইলো তাজা বোমা। ঘটনা ভাঙড়ের ফুলবাড়ির। পরিস্থিতি ঠান্ডা করতে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। ভাঙড়ের দিকে নজর রাখছে নির্বাচন কমিশনও।