নিজস্ব সংবাদদাতাঃ ইসরায়েল-হামাস রক্তক্ষয়ী যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো একটি প্রস্তাব অনুমোদন করে গাজা উপত্যকায় 'বর্ধিত মানবিক বিরতির' আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।
মাল্টা কর্তৃক প্রণীত এবং ১২ টি ভোটের পক্ষে গৃহীত এই রেজুলেশনে "অবরুদ্ধ অঞ্চলের বেসামরিক নাগরিকদের কাছে ত্রাণ পৌঁছানোর অনুমতি দেওয়ার জন্য গাজা উপত্যকা জুড়ে পর্যাপ্ত সংখ্যক দিনের জন্য জরুরি এবং বর্ধিত মানবিক বিরতি এবং করিডোরের আহ্বান জানানো হয়েছে।"
এই অনুমোদনে হামাস ও অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর হাতে আটক সব জিম্মি, বিশেষ করে শিশুদের অবিলম্বে ও নিঃশর্ত মুক্তির আহ্বান জানানো হয়।
সূত্রে খবর, তিনটি দেশ ভোটদানে বিরত ছিল- যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও রাশিয়া। তবে যুক্তরাষ্ট্র অতীতের মতো এই প্রস্তাবে ভেটো দেয়নি।