নিজস্ব সংবাদদাতা: তমলুক লোকসভা কেন্দ্রের ইভিএম স্ট্রং রুম হিসেবে বেছে নেওয়া হয়েছে কোলাঘাট কে.টি.পি.পি হাই স্কুলকে। আর সেই স্কুলের পিছনেই রয়েছে মেসাড়া গ্রাম। গ্রামবাসীদের অভিযোগ যে গাড়িতে করে কয়েকজন দুষ্কৃতীরা হাতে ওয়াকি-টকি নিয়ে ঘোরাফেরা করছিলো। আর তারপরেই বিজেপি কর্মী সমর্থকরা গাড়িতে করে ঘুরতে থাকা ওই যুবকদের ঘিরে বিক্ষোভ দেখায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় কোলাঘাট থানার বিশাল পুলিশ বাহিনী।
এরপরেই ওই যুবকরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। বিজেপির তরফে অভিযোগ উঠেছে যে, ইভিএম চেঞ্জ করার জন্য তৃণমূল কংগ্রেসের আইপ্যাক-এর ছেলেরা এই জায়গায় এসেছিল।
তবে বিজেপি কর্মীরা প্রতিরোধ করার পর পুলিশের সাহায্য নিয়ে তারা বেরিয়ে চলে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে আসেন তমলুক লোকসভার বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলী। তিনিও অভিযোগ করেন যে আইপ্যাকের ছেলেরাই এই এলাকায় ঝামেলা বাধাতে এসেছিলো। এই ঘটনাকে ঘিরে পুলিশের সাথে বিজেপি কর্মীদের মধ্যে তীব্র বচসার সৃষ্টি হয়। পরে পুলিশ এসে সেখানকার অবস্থা সামাল দেয়। যদিও এখনও পর্যন্ত তৃণমূলের তরফ থেকে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।