নিজস্ব সংবাদদাতা: আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছিলো যে নিম্নচাপের কারণে পশ্চিমবঙ্গে বৃষ্টি শুরু হবে। আগামী ৩ জুন পর্যন্ত চলবে বৃষ্টি। সেই মতো শুক্রবার সকাল থেকে বজ্রপাত সহ টানা বৃষ্টিপাতের শুরু হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়।
প্রবল বৃষ্টিপাত হয়েছে দিঘাতেও। ফলে হোটেলেই বন্দি হয়ে পড়েছেন পর্যটকেরা। রাস্তা বা সমুদ্রের পাড়ে পর্যটকদের দেখা মিলছেনা। তাই সব দোকানও বন্ধ রাখতে হয়েছে ব্যবসায়ীদের।
ঘূর্ণিঝড় 'রেমাল'-এর কারণে গত কয়েকদিন দিঘায় একদমই ব্যবসা হয়নি। তারপর আবার নিম্নচাপের বৃষ্টির কারণে সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা।