তৃণমূল নেতাকে খুনের অভিযোগ, ব্যবস্থা নিল দল, বহিষ্কার নরেন্দ্রনাথ তিওয়ারি

তৃণমূলের শহর সভাপতিকে ৬ বছরের জন্য বহিষ্কার করল দল।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
breakinganm12

নিজস্ব সংবাদদাতা: মালদা তৃণমূল নেতা খুনে গ্রেফতারির পর দল থেকে বহিষ্কৃত নরেন্দ্রনাথ তিওয়ারি। ৬ বছরের জন্য বহিষ্কার করল তৃণমূল। মালদা টাউন তৃণমূলের সভাপতি ছিলেন নরেন্দ্রনাথ তিওয়ারি। গতকালই দুলাল সরকারের খুনের ঘটনায় গ্রেফতার করা হয় নরেন্দ্রনাথ তিওয়ারিকে। আর এবার সেই ঘটনার জন্যে ব্যবস্থা নিল ঘাসফুল শিবির।

নতুন বছরের দ্বিতীয় দিনে, বাড়ির সামনে গুলি করে খুন করা হয় মালদার জেলা তৃণমূল সহ সভাপতি দুলাল সরকার ওরফে বাবলাকে। সেই ঘটনার ৬ দিনের মাথায়, প্রায় ২১ ঘণ্টা ম্যারাথন জেরার পর গ্রেফতার করা হয় তৃণমূলেরই ইংরেজবাজারের শহর সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে। ধৃত ৫ জনের সঙ্গে মুখোমুখি বসিয়ে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় নরেন্দ্রনাথকে। 

Arrest

খুন হওয়া তৃণমূল নেতা দুলাল সরকার ইংরেজবাজার পুরসভার বর্তমান কাউন্সিলর ছিলেন। আর ধৃত তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি এই ওয়ার্ডেরই প্রাক্তন কাউন্সিলর। ফলে খুনের মোটিভ জানতেও বেশি সময় লাগেনি গোয়েন্দাদের। ইতিমধ্যেই নিজের দোষ নিজের মুখে স্বীকার করেছেন নরেন্দ্রনাথ তিওয়ারি। আর এবার অভিযুক্তের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল তৃণমূল। তৃণমূলের শহর সভাপতিকে ৬ বছরের জন্য বহিষ্কার করল দল।

shooto1.jpg