মিড ডে মিলে জুটছে নুন ও রুটি! কী হাল রাজ্যের!

নুন ও রুটি এবং হলুদ ছড়ানো ভাত খেয়েই দিন কাটাচ্ছে ছত্তিশগড় রাজ্যের বিজাকুরা প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা।

author-image
Shroddha Bhattacharyya
আপডেট করা হয়েছে
New Update
mid day meal

নিজস্ব সংবাদদাতা: ছত্তিশগড়ের বলরামপুর বিজাকুরা গ্রামের এক স্কুলে মিড ডে মিলে বাচ্চাদের নুন ও রুটি খেতে দেওয়ার ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছিল। এবার পড়ুয়াদের কপালে জুটছেনা সেটুকুও। তাদের শুধুই খেতে দেওয়া হচ্ছে হলুদ ছড়ানো ভাত। শাক-সবজি, ডিম তো দূরের কথা, এই ভাতের সঙ্গে ডালও মিলছে মাঝে মধ্যে। 

Beyond the Big Promises, 'PM Poshan' Is Old School Meal on New Plate

এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন, মিড ডে মিলের সামগ্রী যারা সরবরাহ করে তারাই শাক-সবজি কিছু দিচ্ছেনা। অন্যদিকে সরবরাহকারী সংস্থার অভিযোগ, দীর্ঘদিন ধরে অনেক টাকা বাকি রয়েছে স্কুলের।

School in UP serves 'salt and roti' as mid-day meal under flagship  nutrition scheme

তার জন্যই যথাযথ সামগ্রী পাঠানো যাচ্ছে না। এই বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ছত্তিশগড় জেলার শিক্ষা আধিকারিক দেবেন্দ্রনাথ মিশ্র।

 

 Adddd