রাত পোহালেই দেশ বন্দনা, ত্রিবর্ণ রঙে সেজে উঠেছে তিলোত্তমা

রাত পোহালেই দেশজুড়ে পালিত হবে ৭৮ তম স্বাধীনতা দিবস।

author-image
Shroddha Bhattacharyya
New Update

নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা: রাত পোহালেই স্বাধীনতা দিবস। দেশজুড়ে পালিত হবে ৭৮ তম স্বাধীনতা দিবস। চারিদিকে উড়বে তেরঙা পতাকা। সমগ্র ভারতবর্ষ জুড়ে উচ্চারিত হবে 'বন্দেমাতরম ধ্বনি।' সকলে বুক চিতিয়ে গাইবেন 'জন গণ মন অধিনায়ক জয় হে..."।

publive-image

এই বাংলার বহু সন্তান নিজেকে নিয়োজিত করেছিলেন স্বাধীনতা আন্দোলনে। আমৃত্যু দেশমাতৃকার সেবা করে গেছেন। তাদের মধ্যে কেউ কেউ স্বাধীনতার সূর্য দেখতে পেয়েছিলেন, কেউ কেউ আবার নিজের রক্ত দিয়ে ছিনিয়ে নিয়েছিলেন স্বাধীনতা। স্বাধীনতার প্রাক্কালে সেজে উঠেছে তিলোত্তমা। কলকাতার অন্যতম জনপ্রিয় পর্যটন স্থান ভিক্টোরিয়া মেমোরিয়াল হলকে আজই সাজিয়ে তোলা হয়েছে ত্রিবর্ণ রঙে। শ্বেতপাথরে নির্মিত এই সুদৃশ্য সৌধের মাত্রা যেন আরও বৃদ্ধি পেয়েছে।