নিজস্ব সংবাদদাতা : সোমবার গুরু পূর্ণিমায় ট্যুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইট বার্তায় তিনি লেখেন, ''গুরু পূর্ণিমা উপলক্ষে, আমি সেই মহান আধ্যাত্মিক নেতা এবং গুরুদের প্রতি শ্রদ্ধা জানাই যারা তাদের গভীর শিক্ষা দিয়ে মানবতাকে আলোকিত করেছেন।তাদের প্রজ্ঞা আমাদেরকে একটি সৌহার্দ্যপূর্ণ সমাজের দিকে পরিচালিত করতে থাকুক। এই দিনে, আসুন নতুন করে প্রতিজ্ঞা করি জ্ঞান অন্বেষণ করার, শেখার আলিঙ্গন করা এবং জীবনের সকল ক্ষেত্রে বেড়ে ওঠার।''
প্রসঙ্গত, গুরু পূর্ণিমা দিনটি উৎসর্গ করা হয় সকল গুরুদের যারা কর্মযোগের উপর ভিত্তি করে বিকশিত বা আলোকিত মানুষ তৈরির মাধ্যমে তাদের জ্ঞান দান করেন। ভারত, নেপাল এবং ভুটানের হিন্দু, জৈন ও বৌদ্ধ ধর্মাবলম্বীরা একটি উৎসব হিসেবে পালন করে থাকে দিনটিকে । হিন্দু পঞ্জিকার আষাঢ় মাসে (জুন-জুলাই) পূর্ণিমা তিথিতে পালন করা হয় গুরু পূর্ণিমা। পরমেশ্বর শিবের দক্ষিণামূর্তি রূপকে “গুরুমূর্তি” বলা হয়, সপ্ত ঋষি ও ব্রহ্মা-বিষ্ণু সহ সমস্ত দেবতারা এই মাসের পূর্ণিমা তিথিতে মহাদেবের কাছে পরমজ্ঞান লাভ করেন, শিবকে আদিগুরু মানা হয়,তাই দিনটি গুরু পূর্ণিমা নামেই খ্যাত।