নিজস্ব সংবাদদাতা: ২০২৩ সালের এশিয়ান গেমসে প্রথম থেকেই একাধিক সমস্যার সম্মুখীন হচ্ছে টিম ইন্ডিয়া। প্রথমে দল ঘোষণা নিয়ে এবার টাইম টেবিল নিয়ে। সব কিছু নিয়ে নাজেহাল ইগর স্টিম্যাচের টিম ইন্ডিয়া।
যা জানা যাচ্ছে, এত বড় ইভেন্টে বিনা প্র্যাক্টিসেই নামতে হচ্ছে ভারতীয় দলকে। প্রথম ম্যাচের আগে চীনের মাটিতে কোনও প্রশিক্ষণই করতে পাচ্ছে না সুনীলদের দল। প্রথমে স্থির ছিল, দলটি দিল্লি থেকে হংকং-এর জন্য রবিবারের রাতের ফ্লাইট ধরবে। যেটা এক ঘন্টা মাঝে থামবে। তারপর পরবর্তী ফ্লাইটে পূর্ব চিনের শহর হ্যাংঝুতে পৌঁছানোর কথা ছিল। সেক্ষেত্রে প্রথম ম্যাচের একদিন আগে চীনে পৌঁছে সেখানকার আবহাওয়া বুঝে নিতে পারত দল। কিন্তু তেমনটা ঘটল না বাস্তবে।
টিকিট নিশ্চিত না হওয়ায়, দলটি দেরিতে পৌঁছচ্ছে হ্যাংঝুতে। যা জানা যাচ্ছে, এদিন সন্ধ্যায় গিয়ে সেখানে পৌঁছবে ভারতীয় ফুটবল দল। আর ১৯ সেপ্টেম্বর চিনের মুখোমুখি হবে তারা। হাতে সময় থাকছে খুবই কম। সেক্ষেত্রে বিনা প্রশিক্ষণেই চিনের বিরুদ্ধে নামতে হবে স্টিম্যাচের দলকে। আর এখানেই শঙ্কা ফাইট কতোটা জটিল হতে চলেছে।