নেপালের কিশোরকে বাড়ি পাঠালো ডেবরা জুভেনাইল হোম

ডেবরা জুভেনাইল হোমের তৎপরতায় বাড়ি ফিরলো নেপালের এক কিশোর। 

author-image
Shroddha Bhattacharyya
আপডেট করা হয়েছে
New Update
fewrbn

দিগ্বিজয় মাহালি,ডেবরা,পশ্চিম মেদিনীপুর: গত মার্চ মাসের ১২ তারিখ বিহারে দিদির বাড়ির উদ্দেশ্যে নেপালের ধুনষা জেলার সাবাইলা থানার পালটিয়া গ্রাম থেকে বেরিয়েছিল এক কিশোর। তার তিনদিন পর খড়্গপুর স্টেশনে জি আর পি ওই কিশোরকে পাকড়াও করে ফেলে।

publive-image

তারপর পশ্চিম মেদিনীপুর শিশু কল্যান সমিতির উদ্যোগে ওই দিনই ডেবরা জুভেনাইল হোমে পাঠানো হয় ওই কিশোরকে। তারপর একমাস হোমে থাকার পর সেখানেই সে অসুস্থ হয়ে পড়ে। অবশেষে শারিরীক অসুস্থতা কাটিয়ে আজ নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলো সে।

publive-image

আজ সকাল ৮ টা নাগাদ নগদ কিছু অর্থ, টিকিট, বই-খাতা, জামা-প্যান্ট সহ প্রয়োজনীয় সমস্ত কিছু ওই কিশোরের বাবার হাতে তুলে দেয় ডেবরা জুভেনাইল হোম কর্তৃপক্ষ। ডেবরা জুভেনাইল হোমের সম্পাদক ত্রিদিপ দাস বেরা জানান, "আমরা প্রয়োজনীয় সমস্ত কিছুর ব্যবস্থা করে, জেলা প্রশাসনের নির্দেশে আজ ওকে নেপালে নিজের বাড়ির উদ্দেশ্যে পাঠিয়েছি।"

Add 1