নিজস্ব সংবাদদাতা: এক্সিট পোলের সমীক্ষার ঠিক পরের দিন শেয়ার বাজারে দেখা গিয়েছিল রেকর্ড বৃদ্ধি। আর ফলাফলের দিন ছবিটা রাতারাতি বদলে গেল। লোকসভা ভোটের ফলপ্রকাশ শুরু হতেই বড়সড় ধস শেয়ার বাজারে।
গণনা শুরু হতেই ব্যাপক লোকসান বম্বে স্টক এক্সচেঞ্জে। বাজার খুলতেই ২২০০ পয়েন্ট বেশি পড়ে গেল সেনসেক্সের সূচক। ২ শতাংশ কমেছে নিফটিও। মূলত, এনডিএ-ইন্ডিয়া লড়াইয়ের প্রভাবই পড়েছে বাজারে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।