১ মাস রোজার শেষে আজ খুশির ঈদ

নামাজের ইমাম সেখ আতিকুর রহমান বলেন, ''আজকের এই জামাতে প্রায় পাঁচ হাজার জন নামাজ পাঠ করেছে।'' তিনি ঈদের ময়দান থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়েছেন।

author-image
Pallabi Sanyal
New Update
eid

কেশপুর ব্লকের মুগবসানে এক ঈদের নামাজ অনুষ্ঠিত হল

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর : মুসলিমদের অন্যতম প্রধান উৎসব ঈদ উল ফিতর। এক মাস রোজা রাখার পর রমজানের শেষ লগ্নে পালিত হয় খুশির ঈদ। ঈদ উল ফিতর সারা দেশে উদযাপিত হয়। শনিবার ঈদের নামাজ পাঠের শেষে সবাই একে অপরের সঙ্গে কোলাকুলিতে মেতে উঠলো। কেশপুর ব্লকের মুগবসানে এক ঈদের নামাজ অনুষ্ঠিত হল। নামাজের ইমাম সেখ আতিকুর রহমান বলেন, ''আজকের এই জামাতে প্রায় পাঁচ হাজার জন নামাজ পাঠ করেছে।'' তিনি ঈদের ময়দান থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়েছেন।