নিজস্ব সংবাদদাতা : বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। দুর্গাপুজোর আগে প্রস্তুতি তুঙ্গে গণেশ চতুর্থীর। হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে, চলতি বছরে গণেশ চতুর্থী পালন করা হবে ১৯ সেপ্টেম্বর। চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। পঞ্জিকা অনুসারে ভাদ্র মাসের শুক্লপক্ষে গণেশ চতুর্থী পালিত হয়। ভাদ্রপদ শুক্ল চতুর্থী তিথি শুরু হচ্ছে ১৮ সেপ্টেম্বর দুপুর ১২.৩৯ মিনিট থেকে। ভাদ্রপদ শুক্ল চতুর্থী তিথি শেষ হচ্ছে ১৯ সেপ্টেম্বর দুপুর ১. ৪৩ মিনিটে। গণেশ মূর্তি স্থাপনের শুভ সময়- গণেশের মূর্তি স্থাপনের শুভ সময় শুরু ১৯ সেপ্টেম্বর ২০২৩, বেলা ১১.০৭ মিনিট থেকে।এই শুভ সময়কাল থাকছে ১.৩৪ মিনিট পর্যন্ত।