৪২ ফুটের গণেশ! না দেখলেই মিস

হিন্দুশাস্ত্র মতে গণেশ চতুর্থীর মাহাত্ম্য সর্বজন বিদিত। ভাদ্রমাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে এই বিশেষ পুজো আয়োজিত হয়। বিঘ্নহর্তা গণেশের পুজোয় বহু বাধা বিঘ্ন সহজে কেটে যায় বলে বিশ্বাস।

author-image
Pallabi Sanyal
New Update
ো্োৈ

নিজস্ব সংবাদদাতা : গণেশ চতুর্থীতে গণেশের সাজ-বাহার ও মণ্ডপ সজ্জা নিয়ে অভিনবত্ব চারিদিকে। কোথাও চন্দ্রযানে প্রতিস্থাপিত হয়েছে সিদ্ধিদাতা, কোথাও আবার ভারতীয় মুদ্রায় সেজে উঠেছে প্যান্ডল, এবার পিপুল পাতা ও ৩০ হাজার প্রদীপ ব্যবহার হল গণেশ পুজোয়। চেন্নাইয়ের  কোলাথুর এলাকায় একটি পুজোয় পিপল পাতা দিয়ে তৈরি গণেশের ৪২ ফুট উচ্চ মূর্তি স্থাপন করা হয়েছে।সজ্জায় ব্যবহার করা হয়েছে  ৩০ হাজার প্রদীপ। দেখুন ভিডিও।