নিজস্ব সংবাদদাতা : গণেশ চতুর্থীতে গণেশের সাজ-বাহার ও মণ্ডপ সজ্জা নিয়ে অভিনবত্ব চারিদিকে। কোথাও চন্দ্রযানে প্রতিস্থাপিত হয়েছে সিদ্ধিদাতা, কোথাও আবার ভারতীয় মুদ্রায় সেজে উঠেছে প্যান্ডল, এবার পিপুল পাতা ও ৩০ হাজার প্রদীপ ব্যবহার হল গণেশ পুজোয়। চেন্নাইয়ের কোলাথুর এলাকায় একটি পুজোয় পিপল পাতা দিয়ে তৈরি গণেশের ৪২ ফুট উচ্চ মূর্তি স্থাপন করা হয়েছে।সজ্জায় ব্যবহার করা হয়েছে ৩০ হাজার প্রদীপ। দেখুন ভিডিও।