নিজস্ব সংবাদদাতাঃ এবার একসঙ্গে ৩৫০০০-এরও বেশি মানুষের জমায়েতের সাক্ষী থাকল গোটা মহারাষ্ট্র (Maharashtra)। পশ্চিমবঙ্গের দুর্গাপুজো উৎসব যেমন গোটা বিশ্বে পরিচিতি লাভ করেছে ঠিক তেমনই মহারাষ্ট্রের গণেশ উৎসব গোটা বিশ্বে সাড়া ফেলে দিয়েছে। এদিকে আজ বুধবার সকালে পুনের শ্রীমন্ত দাগুশেথ হালওয়াই গণপতি মন্দিরের সামনে ৩৫,০০০ এরও বেশি মহিলা জড়ো হয়ে গণপতি অথর্বশী পাঠ করেন। গণেশ চতুর্থী (Ganesh Chaturthi) উদযাপনের অংশ হিসাবে মন্দির ট্রাস্ট এটি আয়োজন করেছিল।