কিসে অসন্তুষ্ট হন সিদ্ধিদাতা? জেনে নিন

দেবতাদের যেমন পছন্দের সামগ্রী নিবেদন করলে তারা সন্তুষ্ট হয়, উল্টোদিকে, অপছন্দের কাজ করলে ক্রুদ্ধও হন। ঘোর অমঙ্গল হতে পারে এতে। জেনে নি গণেশ চতুর্থীতে কোন কাজগুলি করবেন না।

author-image
Pallabi Sanyal
New Update
zsxas

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : গণেশ চতুর্থীতে কিভাবে গণেশকে তুষ্ট করবেন তা জেনে গিয়েছেন ইতিমধ্যেই। পছন্দের ফুল, মিষ্টির বিষয়ে আগের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এবার জেনে নিন কিসে অসন্তুষ্ট হন গণপতি। 
গণেশকে যেস্থানে রাখবেন তার চারপাশ যেন পরিষ্কার থাকে। কারণ নোংড়া গণেশের পছন্দ নয়। তার আশপাশে যেন প্লাস্টিক, কাগজ বা ফুলের পাপড়ির মতো জিনিস ফেলে রাখবেন না। আবর্জনা রাখতে গণেশ ক্রুদ্ধ হন। এতে আপনার সংসারে অমঙ্গল নেমে আসতে পারে। এতে সমস্যা তৈরি হতে পারে সংসারে। গণেশ পুজোয় লাউড মিউজিক না বাজিয়ে ধীর ও শান্তি মনে ধ্যান করুন। অন্ধ কারে গণেশ মূর্তি রাখবেন না। গণেশের চারপাশ আলোকিত রাখুন। অন্ধকার অশুভ মনে করা হয়।বাড়িতে দুটো গণেশ মূর্তি রাখবেন না। গণেশ মূর্তি কোনও নদী বা সমুদ্রে বিসর্জন করা উচিত নয়। এতে ভগবান গণেশ অসম্মান বোধ করেন।পুজোর দিন পেঁয়াজ রসুন খাবেন না। গণেশকে ভুলেও তুলসী অর্পণ করবেন না।