নিজস্ব সংবাদদাতা : গণেশ চতুর্থীতে কিভাবে গণেশকে তুষ্ট করবেন তা জেনে গিয়েছেন ইতিমধ্যেই। পছন্দের ফুল, মিষ্টির বিষয়ে আগের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এবার জেনে নিন কিসে অসন্তুষ্ট হন গণপতি।
গণেশকে যেস্থানে রাখবেন তার চারপাশ যেন পরিষ্কার থাকে। কারণ নোংড়া গণেশের পছন্দ নয়। তার আশপাশে যেন প্লাস্টিক, কাগজ বা ফুলের পাপড়ির মতো জিনিস ফেলে রাখবেন না। আবর্জনা রাখতে গণেশ ক্রুদ্ধ হন। এতে আপনার সংসারে অমঙ্গল নেমে আসতে পারে। এতে সমস্যা তৈরি হতে পারে সংসারে। গণেশ পুজোয় লাউড মিউজিক না বাজিয়ে ধীর ও শান্তি মনে ধ্যান করুন। অন্ধ কারে গণেশ মূর্তি রাখবেন না। গণেশের চারপাশ আলোকিত রাখুন। অন্ধকার অশুভ মনে করা হয়।বাড়িতে দুটো গণেশ মূর্তি রাখবেন না। গণেশ মূর্তি কোনও নদী বা সমুদ্রে বিসর্জন করা উচিত নয়। এতে ভগবান গণেশ অসম্মান বোধ করেন।পুজোর দিন পেঁয়াজ রসুন খাবেন না। গণেশকে ভুলেও তুলসী অর্পণ করবেন না।