BREAKING : যুদ্ধবিরতি লঙ্ঘন করলে বিনাশ ঘটবে পাকিস্তানের ! বড় মন্তব্য করলেন হেভিওয়েট নেতা
BREAKING : কার্গিলের মতোই ভুল আবার করলেন আসিম মুনির ! বড় দাবি করলেন ভারতের প্রাক্তন হাই কমিশনার
‘POK ফিরিয়ে আনায় এই সংঘর্ষের একমাত্র সমাধান’, বলছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞ
‘ভারতীয় সেনাবাহিনীর আরও ২-৩ দিন প্রয়োজন ছিল পাকিস্তানকে বোঝানোর জন্যে’: প্রাক্তন ডিজিপি
সংঘর্ষ বিরতির মাঝেই ভারতের শক্তি বৃদ্ধি, ‘ব্রহ্মস’-এর নতুন মারণ অস্ত্রে শান সেনাবাহিনীর
কাশ্মীর সমস্যার সমাধান হবে ট্রাম্পের হাত ধরে? প্রেসিডেন্ট নিজেই দিলেন আভাস
BREAKING : ১৯৭১-এ আমেরিকার হুঁশিয়ারি উড়িয়ে দিয়েছিলেন ইন্দিরা গান্ধী ! বড় মন্তব্য করলেন সচিন পাইলট
BREAKING : পাকিস্তানের মানুষকে জিজ্ঞেস করুন ব্রহ্মসের ক্ষমতা ! ব্রহ্মস মিসাইল নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন যোগী আদিত্যনাথ
BREAKING : এখনও চলছে অপারেশন সিঁদুর ! যুদ্ধবিরতির মাঝেই বড় টুইট করলো ভারতীয় বায়ু সেনা

বড় ঘোষণা! ২০০০ টাকার নোট নিয়ে নয়া আপডেট দিল রিজার্ভ ব্যাঙ্ক

২০০০ টাকার নোট প্রত্যাহারের কথা ঘোষণা করেছিল RBI। সেই সময়ে প্রচলিত এই নোটগুলির মোট মূল্য ছিল ৩.৫৬ লক্ষ কোটি টাকা। এবার নয়া নিয়ম আনল জাতীয় ব্যাঙ্ক।

author-image
Jaita Chowdhury
New Update
dfsgf

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: বড় ঘোষণা রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার (Reserve Bank Of India)। প্রচলিত ২০০০ টাকার নোটের ৯৮.১৮ শতাংশ ব্যাঙ্কে ফিরে এসেছে। এখন মাত্র ৬৪৭১ কোটি টাকার নোট জনসাধারণের কাছে রয়েছে। শনিবার জারি হয়েছে এক বিবৃতি। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ২০০০ টাকার নোটের সম্পর্কে তথ্য দিয়েছে। বাজারে রয়েছে মাত্র ১.৮২ শতাংশ ২০০০ টাকার নোট। 

গত বছর মে মাসে আরবিআই ২০০০ টাকার নোট প্রত্যাহারের কথা ঘোষণা করেছিল। সেই সময় প্রচলিত এই নোটগুলির বাজার মূল্য ৩.৫৬ লক্ষ কোটি টাকা। ২৮ ফেব্রুয়ারি ২০২৫ সালের মধ্যে এই সংখ্যা কমে দাঁড়িয়েছে ৬৪৭১ কোটি টাকায়। অর্থাৎ, বর্তমানে মাত্র ১.৮২ শতাংশ ২০০০ টাকার নোট রয়েছে। 

RBI

২০০০ টাকা জমা করার পদ্ধতি: 
রিজার্ভ ব্যাঙ্কের ১৯টি ইস্যু অফিসে জমা দিতে পারবেন ২০০০ টাকার নোট। যে কোনও পোস্ট অফিস থেকে ভারতীয় ডাক বিভাগের মাধ্যমে রিজার্ভ ব্যাঙ্কের এই অফিসগুলিতে ২০০০ টাকার নোট পাঠানোর সুবিধাও শুরু করা হয়েছে, যা পরে তাদের অ্যাকাউন্টে জমা করা হবে। উল্লেখ্য, বাজার থেকে প্রত্যাহার করা হলেও, ২০০০ টাকার ব্যাঙ্ক নোট বৈধ দরপত্র হিসেবে থাকবে।