নিজস্ব সংবাদদাতা: বড় ঘোষণা রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার (Reserve Bank Of India)। প্রচলিত ২০০০ টাকার নোটের ৯৮.১৮ শতাংশ ব্যাঙ্কে ফিরে এসেছে। এখন মাত্র ৬৪৭১ কোটি টাকার নোট জনসাধারণের কাছে রয়েছে। শনিবার জারি হয়েছে এক বিবৃতি। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ২০০০ টাকার নোটের সম্পর্কে তথ্য দিয়েছে। বাজারে রয়েছে মাত্র ১.৮২ শতাংশ ২০০০ টাকার নোট।
গত বছর মে মাসে আরবিআই ২০০০ টাকার নোট প্রত্যাহারের কথা ঘোষণা করেছিল। সেই সময় প্রচলিত এই নোটগুলির বাজার মূল্য ৩.৫৬ লক্ষ কোটি টাকা। ২৮ ফেব্রুয়ারি ২০২৫ সালের মধ্যে এই সংখ্যা কমে দাঁড়িয়েছে ৬৪৭১ কোটি টাকায়। অর্থাৎ, বর্তমানে মাত্র ১.৮২ শতাংশ ২০০০ টাকার নোট রয়েছে।
/anm-bengali/media/media_files/x8QWkWJFmI9v3VrTp6NB.png)
২০০০ টাকা জমা করার পদ্ধতি:
রিজার্ভ ব্যাঙ্কের ১৯টি ইস্যু অফিসে জমা দিতে পারবেন ২০০০ টাকার নোট। যে কোনও পোস্ট অফিস থেকে ভারতীয় ডাক বিভাগের মাধ্যমে রিজার্ভ ব্যাঙ্কের এই অফিসগুলিতে ২০০০ টাকার নোট পাঠানোর সুবিধাও শুরু করা হয়েছে, যা পরে তাদের অ্যাকাউন্টে জমা করা হবে। উল্লেখ্য, বাজার থেকে প্রত্যাহার করা হলেও, ২০০০ টাকার ব্যাঙ্ক নোট বৈধ দরপত্র হিসেবে থাকবে।