কেন্দ্রীয় বাজেট ঘোষণার দিন শেয়ার মার্কেটের কি হাল জানেন? জানুন আগে

কেন্দ্রীয় বাজেট ঘোষণার দিন শেয়ার মার্কেটের কি হাল জানেন?  

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
s

File Picture

 

 

নিজস্ব সংবাদদাতা: আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কেন্দ্রীয় বাজেট ২০২৫ প্রকাশ করবেন। তবে তার আগে জানুন আজ ভারতের শেয়ার মার্কেটের হাল। আজ শেয়ার বাজার সবুজ সংকেতের সঙ্গেই শুরু হয়েছে। বর্তমানে সেনসেক্স রয়েছে ৭৭৬৮৫.৮১ পয়েন্টে। নিফটি-৫০ রয়েছে ২৩,৫০০ এর ওপরে। সকাল ৭ টায়, গিফট নিফটি ৬৭ পয়েন্ট বা ০.২৯ শতাংশ বেশি ট্রেড করেছে। আজকের উল্লেখযোগ্য স্টকগুলির মধ্যে রয়েছে ONGC, বন্ধন ব্যাঙ্ক, Waaree Energies, IRFC, RVNK, LIC হাউজিং ফাইন্যান্স, Sun Pharma, IndusInd Bank, Biocon, ITC ইত্যাদি।