ভূত চতুর্দশী : মধ্যাহ্নভোজে ১৪ শাক!

নরক চতুর্দশীতে অকাল মৃত্যু থেকে মুক্তি এবং স্বাস্থ্য সুরক্ষার জন্য পূজা করা হয়।

author-image
Pallabi Sanyal
New Update
aaaaaa

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : ভূত চতুর্দশীর রাতে যেমন ১৪টি প্রদীপ জ্বালানো হয়, দুপুরের আহারে তেমন রাখা হয় ১৪ শাক।  মর্ত্যবাসী মাকালীর সঙ্গে আসা ভূতপ্রেতদের দূরে রাখতে ১৪ শাক খায় বলে বিশ্বাস করা হয়।বাঙালি পরিবারে বিশ্বাস, ১৪ রকম শাক সহযোগে ভাত খেলে ভূত-প্রেত দূরে থাকে।এই ১৪ শাক হল- ওল, বেতো, সরষে, নিম, গুলঞ্চ, শুষণী, হিলঞ্চ, জয়ন্তী, শাঞ্চে, কালকাসুন্দে, পলতা, ভাটপাতা, কেঁউ, এবং শৌলফ।

hiring 2.jpeg