নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ কলেজের বার্ষিক অনুষ্ঠান, আর তাতে চলছে চটুল নৃত্য। নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়া জুড়ে। বাঁকুড়া শালডিহা কলেজের বার্ষিক অনুষ্ঠানে মহিলাদের নিয়ে এই উদ্দাম নৃত্য হয় বলে জানা গেছে। যা নিয়ে নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়া জুড়ে। গতকাল বাঁকুড়া শালডিহা কলেজে তৃণমূল ছাত্র সংসদের আয়োজিত এক বার্ষিক অনুষ্ঠানের মঞ্চে মহিলাদের উদ্দাম নৃত্য দেখতে পাওয়া যায়। যা নিয়ে সমালোচনায় সরব হয়েছে বাম ও বিজেপির ছাত্র সংগঠনগুলো। যদিও ঘটনাটি নিন্দনীয় বলে স্বীকার করেছেন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তীর্থঙ্কর কুন্ডু। তাঁর দাবি ছাত্র পরিষদ নয় ছাত্র সংসদ এবং কলেজের শিক্ষকরা মিলিতভাবে এই অনুষ্ঠানটি আয়োজিত করেছেন। যারা এর সাথে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। তবে শিক্ষাঙ্গনের ভিতরে এই ধরনের উদ্দাম নৃত্য অতীতে কখনো হয়নি বলে দাবি বাম ও বিজেপি ছাত্র সংগঠনগুলোর।তবে কে বা কারা এর সাথে যুক্ত কিভাবে সেখানে ওই ধরনের উদ্দাম নৃত্য আয়োজন করা হল বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থার আশ্বাস দিয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তীর্থঙ্কর কুন্ডু।