নিজস্ব সংবাদদাতাঃ আইসিএসই ২০২২-এর পরীক্ষার আগে পড়ুয়াদের বিশেষ বার্তা দিল বোর্ড। বলা হয়েছে প্রশ্নপত্র পড়ার জন্য ১০ মিনিটের অতিরিক্ত সময় বরাদ্দ থাকবে। সকাল ১১টা থেকে শুরু হবে পরীক্ষা। ৯০ মিনিট ধরে হবে পরীক্ষা। শিক্ষার্থীদের কেবল প্রশ্নপত্রে উল্লিখিত প্রশ্নের সংখ্যার উত্তর দিতে হবে।
শিক্ষার্থীদের অবশ্যই স্ট্যান্ডার্ড উত্তর পুস্তিকার উপরের শিটে প্রদত্ত স্থানে তাদের নাম স্বাক্ষর করতে হবে। উপরের শিটে কিছু লিখবেন না। উত্তরপত্রে সকল এন্ট্রি শুধুমাত্র একটি কালো/নীল বলপয়েন্ট পেন ব্যবহার করে তৈরি করতে হবে।