নিজস্ব সংবাদদাতাঃ বিশেষজ্ঞদের মতে চেন্নাই-সহ দেশের একাধিক শহর যখন জলসঙ্কটের সম্মুখীন, সেখানে দোলের দিনে যে পরিমাণ জল খরচ হয়েছে কলকাতায়, তা শুধু দুর্ভাগ্যজনকই নয়, লজ্জার এবং চিন্তারও। কলকাতা পুরসভা সূত্রের খবর, প্রতি বছরই দোলে অতিরিক্ত চাহিদা সামাল দিতে বাড়তি জল পরিশোধন করে সরবরাহ করা হয়। চলতি বছরেও দৈনন্দিন চাহিদার অতিরিক্ত প্রায় ৭-৮ শতাংশ পরিশোধিত জল সরবরাহ করতে হয়েছে পুরসভাকে। যা প্রায় সাড়ে ৯ কোটি লিটার-এর সমান।