নিজস্ব সংবাদদাতাঃ হিন্দু ধর্মের অতি পবিত্র উৎসব হোলি। নানা রঙে রঙিন হয়ে এই উৎসবে মেতে ওঠে হিন্দুরা। তবে শিখ ধর্মেও হোলির তাৎপর্য রয়েছে। শিখ ধর্মে হোলিকে 'হোলা' বলা হয়। শিখদের শেষ মানবগুরু গুরু গোবিন্দ সিংহ হোলিকে 'হোলা মহল্লা' উৎসবে পরিবর্তন করেন। যেখানে হোলির সঙ্গে যুক্ত হয়েছে মার্শাল আর্ট।