নিজস্ব সংবাদদাতাঃ রাত পোহালেই হোলি। নানা রঙে রঙিন হয়ে রঙের উৎসবে মেতে উঠবে ভারতবাসী। এই হোলি উৎসবের রয়েছে সাংস্কৃতিক তাৎপর্য। হোলিতে রঙ আদান-প্রদানের মাধ্যমে শত্রুতা দূর করে সাধারণ মানুষ। নানা রঙে রঙিন হয়ে পুরনো বিবাদ মিটিয়ে নতুন বন্ধুত্বের শুরু করা হয় হোলির মধ্য দিয়ে। হোলির রঙ ক্ষমার প্রতীক। হোলিতে রঙের উৎসবের মধ্য দিয়ে শত্রুদের ক্ষমা করা হয়।