ফাগওয়া মতে দোলযাত্রার আখ্যান

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
ফাগওয়া মতে দোলযাত্রার আখ্যান

নিজস্ব সংবাদদাতাঃ কৃষ্ণ কিংবদন্তী অনুসারে দোলযাত্রার আরেক নাম ফাগওয়া। এই ফাগওয়া মতে দোলযাত্রার রয়েছে এক বিশেষ কিংবদন্তী। ফাগওয়া মতে, একদা কৃষ্ণের বাল্যকালে কৃষ্ণের মামা কংস তাকে মারতে পুতনা বলে এক রাক্ষসীকে পাঠায়। পুতনা নিজ স্তনে বিষ মিশিয়ে কৃষ্ণকে স্তন্যপান করায়।  কৃষ্ণ স্তন্যপানের সঙ্গে সঙ্গে পুতনার রক্তও পান করে। যারফলে পুতনার মৃত্যু হয়। তবে বিষ মেশানো স্তন্যপানের ফলে কৃষ্ণের সর্বাঙ্গ নীল হয়ে যায়। একদা কৃষ্ণ তার যৌবনে হতাশ হয়ে ভাবে, তার নীল শরীরের জন্য রাধা আর গোপীরা তাকে অবহেলা করবে। এরফলে কৃষ্ণের মা কৃষ্ণকে রাধার কাছে গিয়ে রাধার মুখমণ্ডল রঙ দিয়ে রঙিন করে দিতে বলে। সেইমত কৃষ্ণ রাধাকে রঙ মাখায়। ফাগওয়া মতে তারপর থেকেই দোলযাত্রা বা রঙ খেলার সূচনা হয়।