ফাগওয়া মতে ন্যাড়া পোড়ার আখ্যান

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
ফাগওয়া মতে ন্যাড়া পোড়ার আখ্যান

নিজস্ব সংবাদদাতাঃ কৃষ্ণ কিংবদন্তী অনুসারে হোলিকে আরেক নামে ফাগওয়া বলা হয়। এক্ষেত্রে হোলির আগের দিন সন্ধ্যায় হোলিকা দহনকে বলা হয় পুতনা দহন। এই কিংবদন্তী অনুসারে, একদা ছোট্ট কৃষ্ণকে মারতে তার মামা কংস পুতনা রাক্ষসীকে পাঠায়। পুতনা রাক্ষসী ছদ্মবেশে তার নিজ স্তনে বিষ মিশিয়ে কৃষ্ণকে দুধ পান করায়। তবে কৃষ্ণ বিষাক্ত দুধ পানের সঙ্গে সঙ্গে পুতনার রক্তও পান করে। ফলে পুতনার নিজ রূপ সবার সামনে চলে আসে এবং পুতনার মৃত্যু হয়। ফাগওয়া মতে হোলির আগের দিন সন্ধ্যায় ন্যাড়া পোড়ার সময় এই পুতনা রাক্ষসীরই দহন করা হয়।