নিজস্ব সংবাদদাতাঃ শিবধর্ম ও শাক্তধর্ম মতে হোলির সঙ্গে ভগবান শিবের সংযোগ রয়েছে। যেখানে শিবের সঙ্গে জড়িয়ে রয়েছে কামদেবের আখ্যান। পুরাণ মতে, শিব ও পার্বতীর বিবাহের পূর্বে, শিব সতীর শোকে ধ্যানমগ্ন ছিলেন। ফলে পার্বতী ও শিবের বিবাহ অনিশ্চিত হয়ে পরেছিল। সেইসময় কামদেব পার্বতীর সাহায্যের জন্য শিবের দিকে কাম বাণ নিক্ষেপ করেন। তবে এরফলে শিবের ধ্যান ভেঙে যায়। যারফলে শিবের ক্রোধে ভস্মীভূত হন কামদেব। কামদেবের নিক্ষেপিত বাণ শিবের গায়ে স্পর্শ করার আগেই তাও ধ্বংস হয়ে যায়। তবে পরবর্তীতে শিবের সঙ্গে পার্বতীর বিবাহ হয়। সেইসময় কামদেবের স্ত্রী রতী শিবের কাছে তার স্বামীর ভালোবাসা ফিরে পাওয়ার প্রার্থনা করেন। শিব সেই প্রার্থনায় সম্মত হন এবং কামদেবকে রতীর কাছে ফিরিয়ে দেন। শিব ও শাক্ত ধর্ম মতে ভালোবাসার এই মহা মিলনের পর থেকেই শুরু হয় হোলি উৎসব।