এবারও দোলে বিশ্বভারতীতে হবে না বসন্ত উৎসব!

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
এবারও দোলে বিশ্বভারতীতে হবে না বসন্ত উৎসব!

নিজস্ব সংবাদদাতাঃ এবারও বিশ্বভারতীতে হবে না বসন্ত উৎসব। পরে নিজেদের মতো করে বসন্ত উৎসব পালন করবে বিশ্বভারতী কর্তৃপক্ষ। এনিয়ে পরপর দু’বছর দীর্ঘদিনের রীতিতে ছেদ পড়ল। অবশ্য বসন্ত উৎসবের সব রীতি মেনেই অনুষ্ঠান করতে চলেছে কর্তৃপক্ষ। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে উপাচার্যকে একথা বলতে শোনা গিয়েছে। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি এএনএম নিউজ। ভাইরাল হওয়া ভিডিওতে উপাচার্যকে বলতে শোনা গিয়েছে, “বসন্ত উৎসব আগের মতো হবে না। গত বছর যেভাবে হয়েছিল এবারও সেভাবে হবে। বিশ্বভারতী পরিবারে বসন্ত উৎসব খুব গুরুত্বপূর্ণ। আমরা অনান্য অনুষ্ঠানের মতো বসন্ত উৎসব করব। আমরা দোলের দিন বসন্ত উৎসব করব না। কারণ, সেদিন বসন্ত উৎসব করলে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। রাজ্য পুলিশ আমাদের সাহায্য করে না। তাই আমরা রাজ্য সরকারের পুলিশের উপর নির্ভর করতে পারি না। এটা বিশ্বভারতীর পরিবারের অনুষ্ঠান, আমরা নিজেদের মতো করব। করোনার জন্য এখনো কারফিউ আছে। তাই সন্ধ্যার বৈতালিক আমরা করব না। সকালের বৈতালিক আমরা করব।”