শিবরাত্রিতে ভক্ত সমাগম রাঢ়েশ্বর শিব মন্দিরে

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
শিবরাত্রিতে ভক্ত সমাগম রাঢ়েশ্বর শিব মন্দিরে

হরি ঘোষ, দুর্গাপুর : রাঢ় বাংলার অতি প্রাচীন একটি মন্দির হল রাঢ়েশ্বর শিব মন্দির। শিবরাত্রির সকাল থেকে ভিড় সেরকম না থাকলেও বেলা বাড়ার সঙ্গে ভিড় বাড়তে থাকে। কয়েক হাজার মানুষের সমাগম হতে থাকে। রয়েছে আঁটোসাঁটো নিরাপত্তা কাঁকসা থানার পুলিশের। দূরদূরান্তের ভক্তদের সমাগম হচ্ছে। দুপুর হতেই প্রচন্ড ভিড় বাড়ছে। যার জেরে যানজট দেখা দিচ্ছে। ভক্তরা আসছেন শিবের মাথায় জল ঢালছেন এবং বিভিন্ন মানত করছেন। কথিত আছে মানত করলে বাবা ভক্তের মনের ইচ্ছা পূরণ করেন। শিবরাত্রি উপলক্ষে বসেছে মেলা। বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে ভিড়। তৎপর প্রশাসন।